বিজনেসটুডে২৪ ডেস্ক:
ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানগুলোর জন্য ঢাকা শাখায় কোরিয়া ডেস্ক চালু করেছে উরি ব্যাংক। বাংলাদেশে বর্তমানে উরি ব্যাংকের আটটি শাখা রয়েছে।
সিউলভিত্তিক সংবাদমাধ্যম দ্য কোরিয়া হেরাল্ড জানিয়েছে, ঢাকায় চালু হওয়া কোরিয়া ডেস্কের মাধ্যমে স্থানীয় আর্থিক নিয়মাবলীসহ গুরুত্বপূর্ণ বাজার বিষয়ক তথ্য সরবরাহ করবে উরি ব্যাংক।
বাংলাদেশে ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে গ্রাহকদের হোটেল বুকিং এবং বিমানবন্দর থেকে পিকআপের মতো সেবার ক্ষেত্রেও বিশেষ অফার থাকবে।
এছাড়া, বাংলাদেশে যারা বিনিয়োগের পরিকল্পনা করছেন, তাদের জন্য আর্থিক পরামর্শসেবা কর্মসূচিও পরিচালনা করবে দক্ষিণ কোরিয়ার ব্যাংকটি।
বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার অন্যতম বৃহত্তম ব্যাংকটি।
ব্যাংকের এক কর্মকর্তা বলেন, বিশ্বের অষ্টম বৃহত্তম জনসংখ্যা বাংলাদেশের। ২০১০ সাল থেকে প্রতিবছর তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় ছয় শতাংশ বৃদ্ধি পাচ্ছে। উরি ব্যাংক কোরীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবসায়িক সহায়তার জন্য বাংলাদেশে কোরিয়া ডেস্ক স্থাপন করেছে।
বিদেশে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে ব্যাংকটি তাদের সহায়তা কর্মসূচি অব্যাহত রাখবে বলেও জানান এ কর্মকর্তা।