নয়াদিল্লি: আইপিএল ২০২০-তে তিন বছর পর প্লে-অফে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শুক্রবার প্লে-অফের এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামছে টিম কোহলি।
পর পর পাঁচটি ম্যাচে হেরে এবারও প্লে-অফে যাওয়া একপ্রকার অনিস্চিত হয়ে দাঁড়িয়েছিল তাদের জন্য। কিন্তু তার পরেও ভাল নেট রানরেট থাকায় প্লে—অফে যায় টিম আরসিবি। এই অবস্থায় দলের অধিনায়ক বিরাটের জন্য কিছু উপদেশ দেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ।
এক জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটের সাক্ষাৎকারে তিনি জানান, বিরাট এবং এবি ডি ভিলিয়ার্স রান না করতে পরলেই আরসিবি-এর খারাপ অবস্থা সামনে আসে। ১৪টি ম্যাচে খেলে বিরাট করেছেন ৪৬০ রান। স্ট্রাইক রেট ১২২। গড় ৪৬। দ্রুত ও সঠিক সময়মতো তাঁকে গিয়ার বদলাতে হবে। বিরাট প্রায় ২০-২৫ বল খেলার পরেই নিজের গিয়ার চেঞ্জ করেন কিন্তু সেই সময় যদি সে আউট হয়ে যান তখনই সমস্যায় পড়ে যায় তাঁর টিম।
-বিজনেসটুডে২৪ ডেস্ক