বিজনেসটুডে২৪ ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে জেতার সবরকমের রসদই ছিল। কিন্তু দুটো ক্যাচ ধরতে না পারার মাশুল গুণতে হলো পুরো দলকে। সে সাথে ক্যাচের সাথে জয়টাও হাতছাড়া হলো বাংলাদেশের।
মঙ্গলবার (২৩মার্চ ) ক্রাইস্টচার্চের হেগলি ওভালে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তাই বাংলাদেশের মেনে নিতে হয়েছে ৫ উইকেটের হার। এক ম্যাচ থাকতে হারতে হয়েছে সিরিজ।
ঘুরে দাঁড়ানোর আশা নিয়ে শুরু করা ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ। তামিম-মুশফিকের ব্যাটটা আরেকটু চওড়া হলে রানও কিছু বেশি হতে পারতো। কিন্তু শুরুর ৫৩ রানে কিউইদের ৩ উইকেট তুলে নিয়ে মুস্তাফিজুর রহমান-শেখ মাহেদি বুঝিয়ে দেন, রানটা লড়াইয়ের জন্য কম না।
কিন্তু চতুর্থ উইকেটে ডেভন কনওয়ে ও অধিনায়ক টম ল্যাথাম ১১৩ রানের জুটি গড়ে ম্যাচ নিজেদের পক্ষে নিয়ে আসেন। জমে যাওয়া ওই জুটি ভাঙেন তামিম। তার দারুণ এক থ্রোতে ৭২ করে রান আউটে কাটা পড়েন কনওয়ে। এরপর মুশফিক ও শেখ মাহেদি হাতে এসে পড়া দুটো ক্যাচ। কিন্তু দুটো সুযোগই ফেলে দেন তারা। ওই ক্যাচের সঙ্গে ম্যাচটাও হাতের মুঠো থেকে বেরিয়ে যায় রাসেল ডমিঙ্গোর শিষ্যদের।
শেষ পর্যন্ত জীবন পাওয়া ল্যাথাম ১১০ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জিতিয়ে ফেরেন। তার সঙ্গে জেমস নিশাম খেলেন ৩০ রানের দারুণ এক ইনিংস। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ও মাহেদি দুটি করে উইকেট নেন।
এর আগে বাংলাদেশ দলের হয়ে অধিনায়ক তামিম ইকবাল ৭৮ রানের ইনিংস খেলেন। এছাড়া মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস। তিনে নেমে সৌম্য সরকার ৩২ এবং পরে মুশফিকুর রহিম খেলেন ৩৪ রানের ইনিংস। কিউইদের হয়ে দুটি উইকেট নেন মিশেল সাটনার। এছাড়া একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি এবং জেমিনসন।