যুক্তরাষ্ট্র:
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে (ক্যাপিটল বিল্ডিং) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের তাণ্ডবের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার। ঘটনার পর প্রথমে পুলিশের গুলিতে এক নারীর মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছিল। পরে আরও তিনজনের মৃত্যুর কথা জানায় পুলিশ। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করা হয়নি। এই তিনজনের মধ্যে একজন নারী এবং অন্য দুজন পুরুষ।
নভেম্বরের নির্বাচনে জয় লাভ করা জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদনের জন্য বুধবার আইন-প্রণেতারা অধিবেশনে বসেন।
সেসময় পরাজয় মেনে নিতে অনিচ্ছুক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে স্লোগান দিয়ে তার সমর্থকেরা কংগ্রেস ভবন ক্যাপিটলে ঢুকে পড়ে।
কয়েক ঘণ্টা কংগ্রেস ভবন কার্যত দখল করে সেখানে ভাংচুর চালায় তারা। পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে তাদের।
ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার বলেন, মেট্রো পুলিশ ডিপার্টমেন্টের ১৪ জন সদস্য আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এরই মধ্যে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের ৪৭ জনকে গ্রেপ্তার করা হয় কারফিউ ভঙ্গ করার দায়ে। বাকিদের লাইসেন্সবিহীন ও নিষিদ্ধ অস্ত্র রাখার দায়ে।
বুধবার দিবাগত শেষ রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরে আবার শুরু হয়েছে কংগ্রেসের অধিবেশন।
এরই মধ্যে ওয়াশিংটনে আগামী ১৫ দিন অর্থাৎ ২১ জানুয়ারি দুপুর ৩টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে ওই কারফিউ শুরু হয়।
-বিজনেসটুডে২৪ ডেস্ক