Home Third Lead ক্যাপিটাল গেইন আগের মতোই কর মুক্ত

ক্যাপিটাল গেইন আগের মতোই কর মুক্ত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ব্যক্তি বিনিয়োগকারীদের সিকিউরিটিজ কেনা-বেচা থেকে আয় বা ক্যাপিটাল গেইনের কর বসানো হয়নি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২২-২৩ অর্থবছরের আয়কর পরিপত্রে সরকারি সিকিউরিটিজ লেনদেনের উপর কর আরোপ করেছে।

আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ৩২ এর উপধারা ৭ অনুযায়ি, পুঁজিবাজারে ক্যাপিটাল গেইনের উপর ব্যক্তি পর্যায়ে বিনিয়োগকারীদেরকে আয়কর দিতে হয় না। তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য এই কর হার ১০ শতাংশ।

এ বিষয়ে পুঁজিবাজার বিশ্লেষক ও ডিবিএ এর সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী  বলেন, পূর্বের ন্যায় এখনো ব্যক্তি বিনিয়োগকারীদের উপর কর সুবিধা বহাল আছে। ২০১৫ সালের ৩০ জুনের এসআরও ব্যক্তি বিনিয়োগকারীকে ক্যাপিটাল গেইনের উপর কর ছাড় দেওয়া হয়েছে। যার নাম্বার হলো-১৯৬-আয়কর/আইন/২০১৫।

একই বিষয়ে পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ ফোরকান উদ্দিন এফসিএ বলেন, সেকশন ৩২ এর ৭ অনুযায়ী সরকারি পাবলিক কোম্পানিগুলো ক্যাপিটাল গেইন থেকে অর্জিত মুনাফা কর মুক্ত ছিলো। যেটি এ বছর রহিত করা হয়েছে। তবে ২০১৫ সালের ১৯৬ নাম্বার এসআরও অনুসারে ব্যক্তি বিনিয়োগকারী আগের মতোই ক্যাপিটাল গেইনে কর মুক্ত আছে।