Home শেয়ারবাজার ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার বিওতে জমা

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার বিওতে জমা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বীমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

১০ নভেম্বর (মঙ্গলবার) থেকে ১৬ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন চলে। এই সময়ে প্রাতিষ্ঠানিক, ক্ষুদ্র, ক্ষতিগ্রস্ত এবং দেশি ও বিদেশরীরা বিনিয়োগ করেছেন।

এর আগে ৩ ডিসেম্বর কোম্পানিটি আইপিও লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন করেছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সিডিবিএলের মাধ্যমে কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়।

সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।