Home খেলাধুলা ক্রীড়া সাংবাদিক অজয় বড়ুয়ার মৃত্যুবার্ষিকী আজ

ক্রীড়া সাংবাদিক অজয় বড়ুয়ার মৃত্যুবার্ষিকী আজ

অজয় বড়ুয়া

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: দৈনিক সংবাদের ক্রীড়া সম্পাদক অজয় বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ রবিবার ১২ জুলাই।

গত বছর ১২ জুলাই লন্ডনের সেন্ট বার্টস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১ সেপ্টেম্বর ১৯৪৭ সালে চট্টগ্রামে জন্ম  অজয় বড়ুয়ার। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক ও চট্টগ্রাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন।  ঢাক বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রীড়াক্ষেত্রে অবদান স্বরূপ ব্লু পদক লাভ করেন। জগন্নাথ হলের ক্রীড়া সম্পাদক ছিলেন। দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর হয়ে ফুটবলও খেলেছেন।

১৯৭৪ সালে দৈনিক সংবাদে ক্রীড়া প্রতিবেদক হিসেবে যোগ দেন। মৃত্যু অবধি তিনি সংবাদের ক্রীড়া সম্পাদক ও ইউনিট চীফ হিসেবে দায়িত্বরত ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বাংলাদেশ স্পোর্টজ জার্নালিস্টস এসোসিয়েশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নির্বাহী কমিটির কয়েক বার সহ-সভাপতি, নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।