বিজনেজটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রামঃ জমে উঠেছে বিপ্রপার্টির প্রজেক্ট ফেয়ার। শনিবার তৃতীয় দিন সকাল থেকেই আগ্রহী ক্রেতারা ভিড় করেছেন মেলা প্রাঙ্গণে। নগরীর জামাল খানের আবাসন প্রতিষ্ঠান এয়ারবেলের এর নির্মাণাধীন হিলিয়ান্থাস ভবনে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে দর্শনার্থীদের ভিড়ও। তাঁরা মেলার বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে ঘুরে ঘুরে চাহিদা অনুযায়ী ফ্ল্যাট সম্পর্কে ধারণা নিচ্ছেন। অনেকে আবার পছন্দ হলে সরেজমিনে সেই ফ্ল্যাট দেখতে যাচ্ছেন।
বিপ্রপার্টি প্রজেক্ট ফেয়ারের শিরোনামে বিপ্রপার্টির এই প্রথম চট্টগ্রামে আবাসন মেলা আয়োজন করেছে। ১১ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এই ফেয়ারে এয়ারবেল ডেভেলপমেন্ট টেকনোলজির চারটি প্রজেক্টেই রয়েছে বিপ্রপার্টির এক্সকুসিভ অফার। মেলা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
এয়ারবেল হিলিয়ান্থাস, এয়ারবেল এমএফ টাওয়ার, এয়ারবেল পুল ভিউ এবং এয়ারবেল স্বপ্লাছায়ার বিভিন্ন সাইজের এই প্রজেক্টগুলোতে মেলা উপলক্ষ্যে বুকিং দিলেই গ্রাহকেরা পাচ্ছেন, হোটেল কক্স টুডেতে ২ রাত ৩ দিন থাকার সুযোগ, ৩০ % ডাউন পেমেন্টে ফ্রি কিচেন ইন্টেরিয়র, ৫০ % ডাউন পেমেন্টে ফ্রি বেডরুম ইন্টেরিয়র এবং ১০০ % পেমেন্টে এক্সক্ষুসিভ ডিসকাউন্ট।
মেলা আয়োজন নিয়ে জানতে চাইলে বিপ্রপার্টির এসিস্ট্যান্ট ম্যানেজার মনিরুজ্জামান রিয়াদ বলেন, গেল বছরে চট্টগ্রামে বিপ্রপার্টির উপস্থিতি ছিল শক্তিশালী, যার প্রভাব আবাসন খাতেও বেশ চমৎকার ভাবে দেখা গিয়েছে। আমরা এয়ারবেলের ৪টা প্রজেক্ট নিয়ে এই মেলার আয়োজন করেছি। মেলায় যতেষ্ট সাড়া পাচ্ছি। বিপ্রপার্টি বাংলাদেশের আবাসন খাতকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ইমারজিং মার্কেটস প্রপার্টি গ্রুপ (ইএমপিজি) এর অঙ্গসংস্থা বিপ্রপার্টি বাংলাদেশে যাত্রা শুরু করে ২০১৬ সালে। কোম্পানিটির ওয়েবসাইটে প্রপার্টি কেনা-বেচা ও ভাড়া দেয়া-নেয়ার জন্য বর্তমানে ২,৩০,০০০ এর বেশি প্রপার্টির তথ্য দেয়া আছে। মার্কেটগুলোর উঠতি চাহিদা অনুযায়ী রিয়েল এস্টেট খাতে বিশ্বমানের সেবা দেয়ার লক্ষ্যে ইএমপিজি বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া এশিয়া, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার রিয়েল এস্টেট খাতেও ইএমপিজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।