বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: গত ১৩ বছরে দেশের ব্যাংকগুলোতে এক কোটি বা তারচেয়ে বেশি পরিমাণের আমানত রয়েছে এমন ব্যক্তির সংখ্যা চারগুণেরও বেশি বেড়েছে। এ সময়ে কোটিপতি আমানতকারীদের টাকার পরিমাণ বেড়েছে সাত গুণেরও বেশি। বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা গেছে, ২০০৯ সালের মার্চে দেশে কোটিপতি ব্যাংক হিসাবধারীর সংখ্যা ছিল ১৯ হাজার ৬৩৬ জন, যা চলতি বছরের জুন শেষে ১ লাখ ৮ হাজার ৪৫৭-তে উন্নীত হয়েছে। ১৩ বছরে কোটিপতি আমানতকারী বেড়েছে ৮৮ হাজার ৮২১ জন বা ৪৫২ শতাংশ।
২০০৯ সালে ব্যাংকে রাখা কোটিপতি আমানতকারীদের টাকার পরিমাণ ছিল ৭৯ হাজার ৮৬৬ কোটি টাকা, যা চলতি বছরের জুন শেষে ৬ লাখ ৮০ হাজার ৩৬২ কোটি টাকায় উন্নীত হয়েছে। এ হিসাবে ১৩ বছরে কোটিপতি আমানতকারীদের ব্যাংকে গচ্ছিত সম্পদ বেড়েছে ৬ লাখ ৪৯৬ কোটি টাকা। এ সময়ে কোটিপতি আমানতকারী বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাংকে রাখা তাদের সম্পদ বেড়েছে ৭৫১ শতাংশ।
অর্থনীতিবিদরা বলছেন, দেশে কোটিপতির সংখ্যাবৃদ্ধির হার এই ইঙ্গিত দেয় যে, ধনীরা আরও ধনী হচ্ছে, আর গরিবরা আরও গরিব। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ও সামাজিক ক্ষোভ তৈরি হতে পারে। অবশ্য এই জাতীয় বৈষম্য দেশের প্রাথমিক উন্নতির সময়ে বাড়তে থাকে, যা পরবর্তীকালে ধীরে ধীরে কমে আসে বলেও অর্থনীতিবিদরা মনে করছেন।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরের জুন শেষে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে মোট আমানতকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯৫ লাখ ১৪ হাজার ৫১৩। এর মধ্যে ১ কোটি বা তার চেয়ে বেশি টাকার আমানতকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৪৫৭। মোট ব্যাংক হিসাবের ০.০০০৮ শতাংশ হচ্ছে কোটিপতিদের, যাদের হাতে মোট আমানতের ৪৩ দশমিক ২ শতাংশ রয়েছে। ২০২২ সালের জুন শেষে ব্যাংকে মোট আমানতের পরিমাণ ছিল ১৫ লাখ ৭৩ হাজার ৮২৩ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, চলতি ২০২২ সালের জুন শেষে ব্যাংকগুলোতে ১ কোটি ১ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত জমা থাকা হিসাব ছিল ৮৫ হাজার ৮৪১টি। এসব হিসাবে ১ লাখ ৭৬ হাজার ৯০৮ কোটি টাকা জমা রয়েছে। এ সময়ে পাঁচ কোটি টাকা থেকে ১০ কোটি টাকা পর্যন্ত আমানত থাকা ব্যাংক হিসাব ছিল ১১ হাজার ৮৬৫টি, যেগুলোতে ৮৪ হাজার ৬৬ কোটি টাকা জমা রয়েছে। ১০ কোটি টাকা থেকে ১৫ কোটি টাকা জমা থাকা ব্যাংক হিসাব রয়েছে ৩ হাজার ৭৬৩টি। এসব হিসাবে ৪৫ হাজার ৪১৬ কোটি টাকা রয়েছে। ১৫ কোটি টাকা থেকে ২০ কোটি টাকা জমা থাকা ব্যাংক হিসাব ছিল ১ হাজার ৭১৯টি, যেখানে ৩০ হাজার ৫২০ কোটি টাকা রয়েছে।
২০ কোটি থেকে ২৫ কোটি টাকা পর্যন্ত আমানত জমা থাকা ১ হাজার ১৮১৫টি ব্যাংক হিসাবে রয়েছে ২৫ হাজার ৯২০ কোটি টাকা। তবে সবচেয়ে বেশি আমানত রয়েছে ৫০ কোটি বা এর বেশি টাকা জমা থাকা ব্যাংক হিসাবগুলোতে। ব্যাংকে এদের হিসাব রয়েছে ১ হাজার ৮০৫টি, যেখানে অর্থ গচ্ছিত রয়েছে ২ লাখ ৩৬ হাজার ৮১১ কোটি টাকা।
১৯৭২ সালে দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা ছিল ৫ জন, যা ১৯৭৫ সালে ৪৭ জনে উন্নীত হয়। দেশে কোটিপতিদের সংখ্যা ১৯৮০ সালে ছিল ৯৮ জন, ১৯৯০ সালে ৯৪৩ জন, ১৯৯৬ সালে ২ হাজার ৫৯৪ জন, ২০০১ সালে ৫ হাজার ১৬২ জন, ২০০৬ সালে ৮ হাজার ৮৮৭ জন এবং ২০০৮ সালে ১৯ হাজার ১৬৩ জন ছিল।
২০১৮ সালে দেশে ১ কোটি বা তারচেয়ে বেশি আমানতকারীর সংখ্যা ছিল ৭৫ হাজার ৫৬৩, যা আগের বছরের চেয়ে ১১ শতাংশ বেশি। ২০১৯ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে কোটি টাকার বেশি আমানত জমা থাকা ব্যাংক হিসাবের সংখ্যা ছিল ৮৩ হাজার ৮৩৯টি, যেখানে মোট ৫ লাখ ২৭ হাজার কোটি টাকা জমা ছিল। ২০২০ সালের ডিসেম্বর শেষে কোটিপতি ব্যাংক হিসাবের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩ হাজার ৮৯০টি। ২০২১ সালে দেশে কোটিপতি ব্যাংক হিসাবধারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ১ হাজার ৯৭৬টিতে।