Home First Lead ক্ষতিগ্রস্তদের আইপিও কোটা বাতিল

ক্ষতিগ্রস্তদের আইপিও কোটা বাতিল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: পুঁজিবাজারের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) আবেদনের ২০ শতাংশ কোটা বাতিল হচ্ছে। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারিদের জন্য ১০ বছর ধরে নির্দিষ্ট থাকা কোটা এখন সাধারণ বিনিয়োগকারিদের কাছে যাবে। তাতে তাদের জন্য শেয়ার বরাদ্দ আগের তুলনায় বৃদ্ধি পাবে।

জানা গেছে, সরকার ঐ কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। গত ১০ বছর ধরে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা ২০ শতাংশ কোটা সুবিধা ভোগ করে এসেছেন। বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, ২০১০ সাল থেকে আইপিওতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ কোটা ছিলো। এর মেয়াদ গত জুন, ২০২১ তারিখে শেষ হয়েছে। কোটার মেয়াদ বাড়ানোর বিষযে মন্ত্রণালয় থেকে কোন চিঠি দেয়া হয়নি। তাই মেয়াদ আর বাড়ানো হচ্ছে না।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কোটার সময় বাড়ানোর বিষয়ে কোন নির্দেশনা আসেনি জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম ।