চট্টগ্রাম:বিজ্ঞান আন্দোলন মঞ্চ, চট্টগ্রাম জেলার উদ্যোগে বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের শহীদ ক্ষুদিরাম বসুর ১১৫তম ফাঁসি দিবসে আলোচনা সভা ও পুষ্পমাল্য অর্পণ করা হয় বিকাল ৪ টায় সংগঠন কার্যালয়ে।
বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক মিরাজ উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা জনার্দন দত্ত নান্টু, বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদেরী জয়, সংগঠক রায়হান উদ্দিন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য আহমদ জসীম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম জেলার সভাপতি হেলাল উদ্দিন কবির।
সভায় বক্তারা বলেন ১৯০৮ সালের ১১ আগস্ট ক্ষুদিরাম হাসতে হাসতে দেশমাতৃকার জন্য পরেছিলেন ফাঁসির দড়ি! মাত্র ১৮ বছরের জীবন ক্ষুদিরামের, এই বয়সে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকিরা বৃটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল। প্রায় ২০০ বছরের বৃটিশ শাসন শোষণ থেকে ভারতবাসীদের মুক্ত করতে যুগে যুগে অগ্নিযুগের বিপ্লবীরা নিঃশঙ্ক চিত্তে নিজের জীবন কে উৎসর্গ করেছিলেন। তারই ধারাবাহিকতায় মাস্টারদা সূর্যসেন, প্রীতিলতা, ভগৎ সিং, আসফাক উল্লাহ সহ অনেক বিপ্লবী শহীদী আত্মবলিদানের মাধ্যমে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। বর্তমান সময়ের তরুণদের মাঝে এই সংগ্রামী শহীদদের ইতিহাস ছড়িয়ে দিতে হবে। বক্তারা পাঠ্যবইয়ে তাদের সংগ্রামী ইতিহাস তুলে ধরার দাবি করেন।
-সংবাদ বিজ্ঞপ্তি