বিজনেসটুডে২৪ প্রতিনিধি
রাঙ্গামাটি: জেলার কাপ্তাই উপজেলায় দরিদ্র নারী সমবায়ীদের ক্ষুদ্র কুটির শিল্প তৈরি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার শুরু হয়েছে। সপ্তাহব্যাপী চলবে কর্মশালায় মোড়া, কুলা ও চালুনি তৈরি বিষয়ক প্রশিক্ষণ।
রবিবার ( ২৮ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদের আয়োজনে উন্নয়ন সংস্থা জাইকার অর্থায়নে বিআরডিবি মিলনায়তনে এ আয়োজন করা হয়েছে।
কর্মশালার প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান- উমেচিং মারমা, বিআরডিবি কর্মকর্তা আবদুল্লা আল বাকের, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ঝিমি চাকমা, কাপ্তাই ইউসিসিএ-এর সভাপতি স্বপন বড়ুয়া। প্রশিক্ষণে কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়ন হতে ৩০ জন দরিদ্র সমবায় নারী অংশ নিচ্ছে।