Home Second Lead ক্ষেতের ধান কেটে দিলেন প্রতিমন্ত্রী পলক

ক্ষেতের ধান কেটে দিলেন প্রতিমন্ত্রী পলক

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ধানক্ষেতে কৃষকদের সাথে

বিজনেসটুড২৪ প্রতিনিধি

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ শনিবার পথিমধ্যে এক কৃষকের ধান কেটে দিয়েছেন।

দুপুর ১২ টার দিকে তিনি নাটোরের সিংড়া উপজেলার চলনবিলের রামানন্দ খাজুরা ইউনিয়নের
বাঁশের ব্রীজ সংলগ্ন কৈগ্রাম এলাকায় ধান কেটে দেন কৃষক আখের আলীর।

প্রতিমন্ত্রী যাচ্ছিলেন তখন জেলা প্রশাসক কার্যালয়ে সভা। হঠাৎ তিনি গাড়ি থামাতে বলেন চালককে। গাড়ি থেকে নেমে সোজা কাদামাখা ধানক্ষেতে। প্রতিমন্ত্রীর সফরসঙ্গী এবং ধান কাটায় নিয়োজিত কৃষি শ্রমিকরা তা দেখে হতবাক। একজনের হাত থেকে কাস্তে নিয়ে কাটতে শুরু করেন পাকা ধান।  বলেন, আমি চলনবিলের কৃষকের সন্তান, মাটি ও মানুষের সন্তান। আমি পারি সব। তিনি ধান কাটায় নিয়োজিত শ্রমিকদের সাথে কথা বলেন এবং তাদের অবস্থার খোঁজ নেন। 

ধান কাটছেন প্রতিমন্ত্রী

তিনি ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের নাটোর জেলার সিংড়া উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত দেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী ।