বিজনেসটুডে২৪ প্রতিনিধি
খুলনা: কয়রায় কপোতাক্ষ নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরামুখা গ্রামে শনিবার দুপুরের জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় অস্থায়ী রিংবাঁধ ভেঙে যায়। এতে ঐ ইউনিয়নের ৩ থেকে ৪ টি গ্রাম প্লাবিত হয়েছে। আতংকে রয়েছে উপকূলবাসী।
এর আগে ১৭ জুলাই রবিবার ভাটির টানে ২শ মিটার জায়গাজুড়ে ভাঙ্গন সৃষ্টি হয়। সকালে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামতের চেষ্টা চালায়। কিন্তু দুপুরের জোয়ারের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় লোকালয়ে পানি প্রবেশ করছে।
স্থানীয় বাসিন্দা সজিব জানায়, আজ দুপুরে জোয়ারে কপোতাক্ষ নদীর পানি স্বভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়ে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে।
দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুর ছালাম খাঁন জানান, আজ দুপুরে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে অস্থায়ী রিংবাঁধ ছাপিয়ে ভেঙে যায়। সেই সাথে তিন থেকে চারটি গ্রাম প্লাবিত হয়েছে।