Home First Lead কয়েক ঘণ্টা পর চট্টগ্রাম সিটিতে ভোট

কয়েক ঘণ্টা পর চট্টগ্রাম সিটিতে ভোট

বিজনেসটেুডে২৪ প্রতিনিধি


চট্টগ্রাম: সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ কাল সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সোমবার মধ্যরাত থেকেই প্রচারণার সময় শেষ হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হল, আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়, বন্দর স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭৩৫টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হয়েছে।  
বুধবার (২৭জানুয়ারি) নির্বাচনে মোট ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। ৯ হাজার ৭৭২ জন পোলিং অফিসার ৭৩৫টি কেন্দ্রের ৪ হাজার ৮৮৬টি কক্ষে  দায়িত্ব পালন করবেন।
রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, মঙ্গলবারের মধ্যেই নির্বাচনের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে। কেন্দ্রে-কেন্দ্রে আবার সেগুলো চেক করে দেখা হবে। সমস্যা হলে তা দ্রুত সমাধান করে বুধবারের নির্বাচনের জন্য প্রস্তুত করা হবে।


নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে সোমবার মধ্যরাতে। প্রচারণার শেষ দিনে নির্বাচন কমিশন (ইসি) নগরীর ৭৩৫টি কেন্দ্রে অনুশীলন বা মক ভোটের আয়োজন করেছিলো।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনও নির্বাচনী এলাকার ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৩২ ঘণ্টা, ভোট গ্রহণের দিন সকাল ৮টা থেকে রাত ১২টা এবং ভোটের দিন রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা নির্বাচনী এলাকায় কোনও ব্যক্তি কোনও জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোনও মিছিল বা শোভাযাত্রা করতে বা তাতে অংশ নিতে পারবেন না।

মেয়র পদে ৭ জন প্রার্থী থাকলেও সোমবার স্বতন্ত্র মেয়র প্রার্থী খোকন চৌধুরী (হাতি) নৌকা প্রতীকে  আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিমকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। অন্য প্রার্থীরা হলেন: ধানের শীষ প্রতীকে বিএনপির ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের এম এ মতিন (মোমবাতি), ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর (আম), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ওয়াহেদ মুরাদ (চেয়ার), ইসলামী আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলাম (হাতপাখা)।


প্রসঙ্গত, ২০২০ সালের ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিলে তা স্থগিত করা হয়। দীর্ঘ বিরতি দিয়ে ২৭ জানুয়ারি নির্বাচনের দিন ধার্য করা হলে এ বছরের ৮ জানুয়ারি থেকে দ্বিতীয় দফায় নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিলো।