Home সারাদেশ পাহাড়ি জনপদে নারী বাইকারদের র‌্যালি-সমাবেশ

পাহাড়ি জনপদে নারী বাইকারদের র‌্যালি-সমাবেশ

ছবি সংগৃহীত

খাগড়াছড়ি: নারীরা এগিয়ে যাচ্ছে। পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে আগে যেখানে ঘর থেকে বের হয়ে ঘন্টার পর ঘন্টা গণপরিবহন বা অটো ও টমটম এর জন্য অপেক্ষা করতে হতো, সেখানে স্কুটি ও বাইক নারীদের এনে দিয়েছে নতুন দিশা। খাগড়াছড়ি পার্বত্য জেলার বহু নারী এখন বাইক চালিয়ে অফিস করেন। বাচ্চাদের স্কুলে আনা নেয়া করেন। দৈনন্দিন কাজে এসেছে গতি, বাঁচছে সময়।

শুক্রবার খাগড়াছড়ি পার্বত্য জেলার কেজিসি লেডি বাইকারস গ্রুপের স্কুটি লাভার নারীরা গেট টুগেদার ও বাইক রেলীর আয়োজন করেন।  রেলী শুরুর আগে লেডিবাইকার নুর আয়শা, জাহানারা বেগম, হেলি চাকমা, কেলি চৌধুরী, চমচমি চাকমা বক্তব্য রাখেন।
কেজিসি লেডি বাইকারস গ্রুপের গেট টুগেদার অনুষ্ঠানে ১২০ জন লেডি বাইকার অংশ নেন। তাঁরা সকাল ৯ টায় খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে সমবেত হয়ে সুশৃঙ্খলভাবে বাইক নিয়ে বিশাল Rally করে খাগড়াছড়ি শহর প্রদক্ষিণ করেন এবং শাপলা চত্বর হয়ে মায়াবিনী লেকে গিয়ে উক্ত Rally শেষ হয়। রেলী শেষে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয় |
 অনুষ্ঠানের আয়োজক জাহানারা বেগম বলেন, আজকে লেডি বাইকারগণ একত্রিত হয়ে নিজেদের মধ্যে আনন্দ  উৎসব করছেন। যা দেখে অনেক ভালো লাগছে। আজকের দিনটা শুধু আমাদের। এ সময় তিনি লেডিবাইকারদের প্রীতি সমাবেশ ও রেলী স্পন্সর করার জন্য টিভিএস খাগড়াছড়িকে ধন্যবাদ জানান ।
লেডি বাইকার হেলি চাকমা জানান , এখানে আমরা সকলে এক।  আমরা সবাই সমান। আমরা ঐক্যবদ্ধ  হয়ে একসাথে আনন্দ করি সবসময়।
লেডি বাইকার নুর আয়শা বলেন , লেডি বাইকারদের আজকের এই বিশাল Rally ইতোপূর্বে দেশের কোথাও হয়নি। আমরাই প্রথম খাগড়াছড়ি পার্বত্য জেলায় নারী বাইকারদের নিয়ে বিশাল Rally ও এতবড় একটি প্রীতি সমাবেশ এর আয়োজন করতে পেরেছি।
অনুষ্ঠানটির স্পন্সর করেন একতা মোটরস, টিভিএস খাগড়াছড়ি। -সংবাদ বিজ্ঞপ্তি