আবদুল জলিল, খাগড়াছড়ি থেকে: খাগড়াছড়িতে শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরার উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ১ শত শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও ৫ শত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি সদরের কদমতলী জেলা পরিষদ বাংলোতে এ শিক্ষাবৃত্তি ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, মনির হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, শুভ মঙ্গল চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, আমাদের চারপাশে যে অসহায় মানুষ রয়েছে তারা যেন শীতে কষ্ট না পায় এজন্য আমাদের এ উদ্যোগ। তার সাথে খাগড়াছড়িতে পিছিয়ে পরা শিক্ষার্থীদের এগিয়ে নিতে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।