বিজনেসটুডে২৪ প্রতিনিধি
খাগড়াছড়ি: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে খাগড়াছড়িতে সেলাই ও এমব্রয়ডারি ট্রেড ৩০ তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা বিতরণ করা হয়েছে।
১৮ এপ্রিল (সোমবার) দুপুরে খাগড়াছড়ি মামরা উন্নয়ন কমিউনিটি সেন্টারে জাতীয় মহিলা সংস্থা খাগড়াছড়ি জেলা কার্যালয়ের আয়োজনে প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) সেলাই ও এমব্রয়ডারী ট্রেড ৩০তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে এসব ভাতা বিতরণ করা হয়।
জাতীয় মহিলা সংস্থা খাগড়াছড়ি জেলা শাখার চেয়ারম্যান নিগার সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান(প্রতিমন্ত্রী মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, খাপাজেপ সদস্য শতরুপা চাকমা, সংগঠনটির অন্যতম সদস্য টিনা চাকমা, বাঁশরী মারমা, জেলা কর্মকর্তা উথান চৌধুরী, তথ্য প্রধানকারী কর্মকর্তা জগৎ জ্যোতি ত্রিপুরা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, আপনারা যে প্রশিক্ষণ দিয়েছেন এলাকায় গিয়ে কাজ করে নিজে নারী উদ্যোক্তা হবেন। নিজে প্রতিষ্ঠিত হয়ে পরিবার ও সমাজের উন্নয়ন করবেন। অন্যদেরও উসাহিত করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীর অধিকার রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশে ১৮ কোটি মানুষ ৩৬ কোটি হাত, সবার হাত এক সাথে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের জন্য কাজ করতে হবে। পরে, প্রশিক্ষণার্থীদের হাতে ভাতা তুলে দেন তিনি।