Home Second Lead খাতুনগঞ্জ ও আগ্রাবাদে ব্যাংক খোলা প্রতি কার্যদিবসে

খাতুনগঞ্জ ও আগ্রাবাদে ব্যাংক খোলা প্রতি কার্যদিবসে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: খাতুনগঞ্জ ও আগ্রাবাদে তফসিলি ব্যাংকসমূহের সব শাখা প্রতি কার্যদিবসে খোলা থাকবে।

বন্দরে সৃষ্ট পণ্য জট নিরসনে আমদানিকৃত পণ্য দ্রুত খালাসে অধিকতর সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার এ ব্যাপারে সার্কুলার দিয়েছে। রাজধানীর মতিঝিলেও সব ব্যাংক খোলা রাখতে নির্দেশ দেয়া হয়েছে। ২৬ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে।

সার্কুলারে বলা হয়, ব্যাংক শাখাসমূহের দৈনিক ব্যাংকিং লেনদেনের সময়সূচী সকাল ১০.০০ ঘটিকা হতে দুপুর ২.০০ ঘটিকা । এক্ষেত্রে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনে দুপুর ৩.৩০ ঘটিকা পর্যন্ত খোলা রাখা যাবে।