প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব আরো সংকটে পড়তে পারে। এজন্য খাদ্য উৎপাদনে আরো বেশি মনোনিবেশ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
রবিবার (২১ মার্চ ) এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে খাদ্য সংকট দেখা দিতে পারে। এজন্য খাদ্য উৎপাদন বাড়াতে ফাঁকা জায়গায় চাষাবাদ করতে আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সবাইকে করোনা সতর্কতা মেনে চলতে হবে। পৃথিবীব্যাপী এর সংক্রমণ আবারো বাড়ছে।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর নির্দেশিত পথে চলেই উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে দেশ। মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী রাষ্টীয়ভাবে পালন করা সম্ভব হচ্ছে। ইতিহাস বিকৃতকারীদের লক্ষ্য কোনদিন পূরণ হবে না জানিয়ে তিনি বলেন বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। যদিও বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস থেকে তার নাম মুছে ফেলার আপ্রাণ চেষ্টা করা হয়েছিলো অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের দ্বারা।