বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছে পরিবার। তারা বলেছে, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে পরামর্শ দিয়েছেন হাসপাতাল গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। এর প্রেক্ষিতে পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়াকে বিদেশ নিতে আবার সরকারের কাছে আবেদন করা হয়েছে।
সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার মেজো বোন সেলিমা রহমান।
খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন বিএনপির দায়িত্বশীল নেতারা।
তিনি বলেন, ‘চিকিৎসকদের সুপারিশের সঙ্গে পরিবারের আবেদনপত্র স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে পৌঁছে দিয়েছেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার। এ ছাড়া তাকে বিদেশে নিতে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন তারা।’
জানা গেছে, রাতে দলের স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা ও করণীয় নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালী যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বৈঠকে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা আমাদের জানিয়েছেন।
এর আগে গত মে মাসে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে আবেদন করেছিলেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার। তখন শামীম এস্কান্দার জানিয়েছিলেন, ‘ডাক্তাররা তার বোন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেওয়ার পর তারা সরকারের কাছে এই আবেদন করেছেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘সরকার খালেদা জিয়ার আবেদনের বিষয়টি ইতিবাচকভাবেই দেখছে। এর আইনগত দিক পরীক্ষা করে দেখার জন্য আবেদনপত্রটি ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোভাবও ইতিবাচক।’
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ: হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মঙ্গলবার সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। এতে দলের নেতাকর্মীরা অংশ নেবেন।
শুক্রবার রাত থেকে অসুস্থ বোধ করার গত শনিবার কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। ওই দিন রাতেই তাকে কেবিন থেকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়। এ বিষয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘ম্যাডাম এখন সিসিইউতে আছেন। সেখানেই তার চিকিৎসা ও পরীক্ষাগুলো হচ্ছে।’
হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা করছেন।
৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
এভারকেয়ার হাসপাতালে ২৬ দিন চিকিৎসা শেষে গত ৭ নভেম্বর বাসায় ফিরেছিলেন বিএনপি চেয়ারপারসন। এর পাঁচ দিন পর আবার তাকে হাসপাতালে ভর্তি করা হলো।
২০০৮ সালের ৮ ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। মহামারির শুরুতে গত বছর ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেয়। এর পর থেকে এ পর্যন্ত তিনবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।