Home রাজনীতি তারেক রহমানের গাড়িতে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

তারেক রহমানের গাড়িতে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

তারেক রহমানের গাড়িতে বাসয় ফিরছেন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: প্রায় ১৮ দিনের চিকিৎসাশেষে যুক্তরাজ্যের দ্যা লন্ডন ক্লিনিক থেকে ছেলে তারেক রহমানের বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) রাতেই তিনি ছেলে তারেক রহমানের সঙ্গে তার কিংস্টনের বাসার উদ্দেশে হাসপাতাল ছাড়েন। অবশ্য বাসায় গেলেও  ডা. প্যাট্রিক ক্যানেডি ও ডা. জে‌নিফার ক্রসের তত্বাবধানে তার চি‌কিৎসা চলবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার চি‌কিৎসক ও বিএন‌পির স্থায়ী কমি‌টির সদস্য ডা. এ জেড এম জা‌হিদ হোসেন।

লন্ডনের কিংস্টনে তারেক রহমানের বাসায় রেখে বিএন‌পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী চি‌কিৎসা দেওয়ার প্রস্তু‌তি নেওয়া হয়েছে। বাসায় থেকে তিনি যেন চি‌কিৎসা নিতে পারেন, চি‌কিৎসক ও নার্সদের জন্য যাতে সু‌বিধা হয়, সেই প্রস্তু‌তিও রাখা হয়েছে।