Home সারাদেশ নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা খুন

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা খুন

মামুন হোসাইন্ ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নারায়ণগঞ্জ: ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে (৪২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ফতুল্লার পূর্ব লালপুর রেললাইন এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামুন হোসাইন ওই এলাকার মৃত সুমন আলী ব্যাপারীর ছেলে। তিনি ইট-বালু ব্যবসায়ী। মামুনের বড় ভাই আমজাদ হোসেন বলেন, রাতে মামুন বাসায় ঘুমিয়ে ছিলেন। কে বা কারা তাকে বাসা থেকে ডেকে নিয়ে রেললাইন সংলগ্ন মামুনের মালিকানাধীন মা-বাবার দোয়া নামের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গুলি করে হত্যা করে সটকে পড়েছে।

গুলির শব্দ শুনে আজাদ নামের এক ছেলে স্বজনদের জানায়। আজাদ নিয়মিত মামুনের অফিসের ভেতর ঘুমায়। পরে পরিবারের সদস্যদের সহোযোগিতায় খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আজাদ তাকে জানিয়েছে যে গুলির শব্দ শুনতে পেয়ে বাইরে গিয়ে দেখে মামুনের মরদেহ পড়ে আছে। এ সময় দুজনকে  দৌড়ে কোতালেরবাগ এলাকার দিকে চলে যেতে দেখে।

ফতুল্লা মডেল থানার এসআই কামাল মিয়া বলেন, নিহত মামুন ইট-বালু ও সিমেন্ট ব্যবসায়ী। প্রতি রাতে মালামাল লোড-আনলোডের সময়ে উপস্থিত থাকেন তিনি। তবে শুক্রবার ভোর সাড়ে ৪টায় তাকে কে বা কারা ফোন করে ডেকে নিয়ে যায়। ওই সময় তার ডান চোখে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডটি ঘটেছে।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।