Home সারাদেশ খুলনায় করোনার থাবায় মৃত্যু আরও ৫১ জনের

খুলনায় করোনার থাবায় মৃত্যু আরও ৫১ জনের

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

খুলনা: খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭৩২ জনের। এ নিয়ে বিভাগে শনাক্তের সংখ্যা ৬৭ হাজার ৫৩১ ও মৃত্যু ১ হাজার ৪১৬ ছাড়ালো।

বৃহস্পতিবার (৮ জুলাই) সর্বোচ্চ ১ হাজার ৯০০ জনের করোনা শনাক্ত এবং সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছিল।

কম নমুনা পরীক্ষাতেও শনাক্তের হার বেড়েছে। বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানিয়ে বলেন, পরিস্থিতি ভয়াবহতার দিকেই আছে। কিছুদিন ধরে শনাক্ত, মৃত্যুসংখ্যা বেড়ে গেছে। তবে ভালোর দিকেই যাবে, সেই আশাতেই আছি। সবধরনের চেষ্টাও করে যাচ্ছি। বিভাগের পরিস্থিতি খারাপ হওয়ার প্রধান কারণ হিসেবে স্বাস্থ্যবিধির কোন রকম তোয়াক্কা না করাকে দুষছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জাতীয়পর্যায়ে বিভিন্ন সময় লকডাউনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কম করে হলেও চার দফায় বিধিনিষেধ জারি করা হয়েছে খুলনায়। তবে বিধিনিষেধের তেমন কোন সুফল মেলেনি বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।