Home First Lead খুলনা হাসপাতাল: যেখানে খালি,সেখানে করোনা রোগী

খুলনা হাসপাতাল: যেখানে খালি,সেখানে করোনা রোগী

মেহেদী হাসান

খুলনা:খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ফের ধারণক্ষমতার বাইরে রোগি ভর্তি রয়েছে। ১০০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে ১৪৩ জন রোগী ভর্তি আছে। শয্যা না থাকায় ইউনিটের মেঝেতে শয্যা করা হচ্ছে । রোগী সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের।


চিকিৎসক ও নার্সরা বলছেন, এর আগে কখনো এত রোগী ওই হাসপাতালে ভর্তি হননি, এটাই সর্বোচ্চ। ওই পরিমাণ রোগীকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। যেখানে খালি জায়গা পাওয়া যাচ্ছে সেখানেই রোগী রাখা হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২ জন করোনা আক্রান্ত হয়ে এবং ২ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।


এছাড়া আইসিইউতে রয়েছেন ১৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।
রবিবার (১৩ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার।
খুলনা করোনা হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যশোরের কেশবপুর এলাকার মৃত তোরাব আলী খানের ছেলে আঃ মজিদ খান এবং খুলনার ফুলতলা বেজের ডাংগা এলাকার মৃত সদম আলীর ছেলে কাজী জালাল উদ্দিনের মৃত্যু হয়েছে।


অন্যদিকে শনিবার রাতে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ৫৬ জনের করোনা পজিটিভ এসেছে।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ও খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাক্তার মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনার ১৫৬ জনের নমুনার বিপরীতে করোনা শনাক্ত হয়েছে ৪৯ জনের।এছাড়া বাগেরহাট ৩ জন, যশোর ২ জন, নড়াইলের একজন ও মাগুরা জেলার একজন রয়েছেন।


খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা জানান, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। মাস্ক ছাড়া কোনোভাবেই চলাচল করা যাবে না।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে।