Home Third Lead প্রধানমন্ত্রীর জনসভা, খুলনা উৎসবের নগরী

প্রধানমন্ত্রীর জনসভা, খুলনা উৎসবের নগরী

২২ প্রকল্প উদ্বোধন ও ২ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

সার্কিট হাউস মাঠে জনসভা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

খুলনা: আগামী ১৩ নভেম্বর সার্কিট হাউস মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা। চারদিকে সাজ সাজ রব। খুলনা এখন পরিণত হয়েছে উৎসবের নগরীতে।

নৌকার আদলেই সার্কিট হাউস মাঠে তৈরি করা হচ্ছে প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চ। কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বুধবার সকালে এই জনসভাস্থল ও মঞ্চ নির্মাণের কাজ পরিদর্শন করেন। ২০১৮ সালের ৩ মার্চের পর  এই প্রথম খুলনা সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিন

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে এই জনসভাকে ঘিরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও চাঞ্চল্য তৈরি হয়েছে। সে জন্য খুলনা মহানগরে সাজ সাজ রব বিরাজ করছে। ইতিমধ্যে মহানগরীর প্রায় সব সড়কদ্বীপ ছেয়ে গেছে নেতা-কর্মীদের তোরণ, ফেস্টুন আর ডিজিটাল ব্যানারে।

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা মহাজনসমুদ্রে পরিণত হবে। জনসভায় খুলনা বিভাগের ১০ জেলাসহ আশপাশের অন্যান্য জেলা থেকে ১০ লাখ মানুষের সমাগম ঘটানোর সর্বাত্মক প্রস্তুতি চলছে। হয়তো এখানে জায়গার সংকুলান হবে না। সার্কিট হাউস মাঠ শুধু নারী-বোনদের দিয়ে পরিপূর্ণ করতে চাই।’

এ জনসভায় যাতায়াতের সুবিধার্থে রূপসা ঘাট, জেলখানা ঘাটে আটটি ফেরির ব্যবস্থা করা হয়েছে। কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সবাই যেন প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পায়, এ জন্য জনসভাস্থল ও আশপাশের এলাকাগুলোতেও উন্নত মানের সাউন্ড সিস্টেম ও বিশেষ কিছু জায়গায় প্রধানমন্ত্রীকে দেখার জন্য ডিজিটাল স্ক্রিন দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কাছে রূপসা ও ভৈরব নদ খনন, বিমানবন্দর নির্মাণ, বঙ্গবন্ধু নবথিয়েটার নির্মাণের প্রস্তাব থাকবে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে খুলনায় যেসব সমস্যা তৈরি হচ্ছে, সে ব্যাপারে প্রস্তাব থাকবে।

মেয়র বলেন, প্রধানমন্ত্রীর খুলনায় আগমনকে সফল করতে ইতিমধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে তাঁকে স্বাগত জানাতে শহরের প্রবেশপথসহ প্রধান প্রধান সড়কে তৈরি করা হচ্ছে অসংখ্য তোরণ।

এ বিষয়ে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, খুলনায় জনসভার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার ২২টি প্রকল্প উদ্বোধন ও দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রকল্পগুলোর তালিকা আগেই প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।

খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো প্রকল্পের তালিকায় (প্রস্তাবিত) রয়েছে মোট ২২টি প্রকল্প। এর মধ্যে গণপূর্ত বিভাগের রয়েছে আটটি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প রয়েছে ১০টি।