Home First Lead কানায় কানায় ভর্তি খুলনা সার্কিট হাউস ময়দান

কানায় কানায় ভর্তি খুলনা সার্কিট হাউস ময়দান

ছবি সংগৃহীত
বেলা বারোটায় শুরু হয়েছে আওয়ামী লীগের মহাসমাবেশ। মহাসমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটে হেলিকপ্টারে  জেলা স্টেডিয়ামে অবতরণ করেন তিনি।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

খুলনা: লোকে লোকারণ্য সার্কিট হাউস ময়দান। বেলা বারোটায় শুরু হয়েছে আওয়ামী লীগের মহাসমাবেশ। মহাসমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটে হেলিকপ্টারে  জেলা স্টেডিয়ামে অবতরণ করেন তিনি।

৫ বছরেরও বেশি সময় পর প্রধানমন্ত্রীর এই জনসভা ঘিরে খুলনা উৎসবের নগরীতে পরিণত হয়েছে। নৌকা ও পদ্মা সেতুর আদলে প্রস্তুত করা হয়েছে জনসভার মঞ্চ। জনসভায় ১০ লাখ মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা আওয়ামী লীগের নেতাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে  জেলা স্টেডিয়ামে অবতরণ করেন।

মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। ইতিমধ্যে মঞ্চে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন। সমাবেশে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দিচ্ছেন। প্রধান অতিথি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশস্থলে পৌঁছানোর আগেই বেলা ১২ টার মধ্যে সমাবেশেস্থল কাঁনায় কাঁনায় ভর্তি হয়ে যায়।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকে স্লোগানে মুখরিত খুলনার রাজপথ। সকাল সাতটা থেকে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করছে। বিভিন্ন ব্যানার, ফেস্টুন, ব্যাচ প্লেকার্ডসহ নগরীর মেইন সড়ক দিয়ে মিছিল শোডাউন করছে।

নগরী ঘুরে দেখা যায়, বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছে। অনেকেই বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে জড়ো হচ্ছেন। সাদা, হলুদ, লাল রঙের টিশার্ট ও টুপি পড়ে বাহারি সাজে সেজেছেন। অনেকেই লাল সবুজের পতাকার রঙে পোশাক পরে নৌকা মাথায় ও হাতে নিয়ে সমাবেশকে সফল করতে এসেছেন।  প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো নগরী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।

সার্কিট হাউস ময়দানের আবাহনী ক্রীড়াচক্র প্রান্তে তৈরি করা হয়েছে নিচে নৌকা ও ওপরে পদ্মা সেতুর আদলে ৯০ ফুট দৈর্ঘ্য, ৪০ ফুট প্রস্থ ও সাড়ে ১৩ ফুট উঁচু সুবিশাল মঞ্চ। যেখানে অন্তত ৪০০ জন অতিথি বসতে পারবেন।