বিজনেসটুডে২৪ প্রতিনিধি
খুলনা: শনিবার সকালে নগরীর লবণচরা থানাধীন জিরো পয়েন্ট এলাকায় ট্রাকের ধাক্কায় মো. আলমগীর (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আলমগীর সাতক্ষীরার তালা উপজেলার মোজাহারের ছেলে।
লবণচরা থানা সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে দুই ব্যক্তি রূপসার দিকে যাচ্ছিলেন। জিরো পয়েন্ট পৌঁছালে দ্রুতগাতিতে ছুটে আসা একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আলমগীর মাথায় আঘাত পান। মোটরসাইকেলটিতে চালকের আসনে থাকা সেতু মোড়লও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা। হাসপাতালে আলমগীরের মৃত্যু হয়। সেতু মোড়লের অবস্থা মোটামুটি ভাল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক।