Home Second Lead খুলে দেয়া হয়েছে পবিত্র মসজিদুল হারাম

খুলে দেয়া হয়েছে পবিত্র মসজিদুল হারাম

বিজনেসটুডে২৪ ডেস্ক

প্রায় ৩ মাস পর রবিবার খুলে দেয়া হয়েছে মসজিদুল হারামসহ সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর দেড় হাজার মসজিদ।

মে মাসে সৌদি আরবের বিভিন্ন শহরের মসজিদ খুলে দেওয়া হলেও মক্কার মসজিদ সাধারণ জনগণের জন্য বন্ধ ছিল। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এসব মসজিদ বন্ধ রাখা হয়। রবিবার ফজরের নামাজের সময় থেকে খুলে দেয়া হয়েছে।

বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- প্রত্যকের জন্য আলাদা নামাজের পাটি, সারিগুলির মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা, পাশাপাশি মুসল্লিদের বাধ্যতামূলকভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করা।

মসজিদে জামাতে নামাজের সঙ্গে নামাজ আদায়ে করোনা প্রতিরোধে সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাড়ি থেকে অজু করে জায়নামাজ নিয়ে আসতে হবে। দুই কাতারের মাঝে এক কাতার জায়গা ফাঁকা রাখতে হবে। সঙ্গে সঙ্গে মসজিদ পরিস্কার পরিছন্নতার প্রতি জোর দেওয়া হযেছে।

গত ৩১ মে থেকে মদিনার মসজিদুল নববীসহ দেশটির অন্য অঞ্চলের সব মসজিদ নামাজের জন্য উন্মুক্ত করে দেয় সৌদি সরকার। বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এর সংক্রমণ রোধে ১৮ মার্চ থেকে মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধের ঘোষণা দিয়েছিলো সৌদি আরব।