Home চট্টগ্রাম গণটিকা কর্মসূচী সফল করুন: সুজন

গণটিকা কর্মসূচী সফল করুন: সুজন

খোরশেদ আলম সুজন

সরকারের গণটিকা কর্মসূচী সফল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

বুধবার (৪ আগস্ট ২০২১ইং) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, ৭ আগস্ট থেকে দেশব্যাপী গণটিকা কর্মসূচী পালিত হবে। সেজন্য এখনই টিকাদান কেন্দ্রসমূহকে উপযোগী করে গড়ে তুলতে হবে। প্রতিটি ওয়ার্ডে অপেক্ষাকৃত বড়ো স্কুল কলেজগুলিকে টিকাদান কেন্দ্র হিসেবে তৈরী করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধ জানান তিনি। বয়স্ক নাগরিকদের বসার ব্যবস্থা এবং বয়স্কদের আগেভাগে টিকা প্রদানের ব্যবস্থাও রাখতে হবে। প্রতিটি ওয়ার্ডের তিনটি কেন্দ্রকে এলাকাওয়ারী ভাগ করে প্রতিদিন যতজন নাগরিক টিকা দিবেন তার তালিকাও আগে প্রস্তুত করতে হবে। যার যেদিন টিকা গ্রহণের তারিখ নির্ধারণ হবে সে ব্যক্তি যেন সেদিনই টিকা দিতে আসে। নচেৎ একসাথে সবাই যদি টিকা দিতে কেন্দ্রে এসে ভিড় করে সেক্ষেত্রে বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সকল নাগরিক যাতে টিকা গ্রহণ করতে পারে সেদিকে সবার লক্ষ্য রাখা একান্ত প্রয়োজন। এক্ষেত্রে এলাকার সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহবান জানান তিনি। টিকাদান কেন্দ্রে প্রতিটি নাগরিককে অবশ্যই জাতীয় পরিচয়পত্র সাথে নিয়ে আসার অনুরোধ সুজনের। তিনি আরো বলেন