Home জাতীয় আত্মপ্রকাশ করল আর একটি রাজনৈতিক দল

আত্মপ্রকাশ করল আর একটি রাজনৈতিক দল

ছবি : সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ‘এ লড়াই জাতীয় মুক্তি, সাম্য, গণতন্ত্র ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার’ স্লোগানে আত্মপ্রকাশ করলো নতুন আরেকটি রাজনৈতিক দল গণতান্ত্রিক নাগরিক শক্তি।

শুক্রবার (১১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। নতুন এই দলের চেয়ারম্যান ড. আব্দুল মালেক ফরাজী।  তিনি বলেন, দেশের মানুষ ও মাটির জন্য ড. মুহাম্মদ ইউনূসের মতো মানুষের প্রয়োজন। দেশ পরিচালনার জন্য তার মতো যোগ্য ও দক্ষ লোকের প্রয়োজন। স্বাধীনতার ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তারা বিদেশি শক্তির দালালি করেছেন। তবে আমরা কোনো দল বা দেশের দালালি রাজনীতি করবো না।
গণতান্ত্রিক নাগরিক শক্তির যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন খান দলের ঘোষণাপত্র পাঠ করে বলেন, চলমান পক্ষপাতিত্বের রাষ্ট্রব্যবস্থার আমূল বদলে দেওয়ার স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রায় নতুন রাজনৈতিক দল গণতান্ত্রিক নাগরিক শক্তির আত্মপ্রকাশ ঘোষণা করছি। নতুন রেনেসাঁ, নতুন গণজাগরণ, নতুন রাজনীতি ও মহান নেতৃত্ব সৃষ্টি করে আমাদের জাতি সুস্থ, স্বাভাবিক, সমৃদ্ধশালী, শক্তিমান ও প্রগতিশী হয়ে উঠবে। আমরা নানা ক্ষেত্রে সৃষ্টি হওয়া বহুস্তরবিশিষ্ট বৈষম্য দূর করে বাংলাদেশকে মানবিক উন্নয়নের প্রগতিশীল ধারায় স্থাপন করবো।
 যুগ্ম আহ্বায়ক নাহিদ নিয়াজীর সঞ্চালনায় এ আরও উপস্থিতি ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গণআজাদী দলের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান, প্রফেসর দেওয়ান ইবনে সাজ্জাদ আফজাল খান, গণতান্ত্রিক নাগরিক শক্তির সহসভাপতি জামাল উদ্দিন জামাল প্রমুখ।