কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রিয় কার্যকরী পর্ষদের সহ-সভাপতি ও চিটাগাং সোস্যাল ডেভেলপমেন্ট ফোরাম (সিএসডিএফ)’র চেয়ারপার্সন এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট ঢাকার অ্যাডভোকেসী ও কমিউনিকেশনস এর প্রধান শাহেদা ফেরদৌস মুন্নী, অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের সভাপতি সাংবাদিক এম নাসিরুল হক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, চিটাগাং সোস্যাল ডেভেলপমেন্ট ফোরাম (সিএসডিএফ)’র সাধারন সম্পাদক ও বিশিষ্ট নারী নেত্রী জেসমিন সুলতানা পারু।
আলোচনায় অংশনেন ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, অধিকার চট্টগ্রামের সমন্বয়ক ওসমান জাহাঙ্গীর, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট রেহেনা বেগম রানু, ক্যাব চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ক্যাব সদরঘাটের সভাপতি শাহীন চৌধুরী, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জানে আলম, চান্দগাঁও পাবলিক স্কুল ও কলেজের সভাপতি ইসমাইল ফারুকী, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমান, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি নুর মোহাম্মদ চেয়ারম্যান, উত্তর জেলা মহিলা দলের সাধারন সম্পাদক লায়লা ইয়াছমিন, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সহ-সভাপতি সায়মা হক, ছাত্র নেতা রাসেল উদ্দীন, সিদরাতুল মুনতাহা, রাইসুল ইসলাম, তানিয়া সুলতানা, মাইন বিন সেলিম প্রমুখ।
ওরিয়েন্টেশনে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর স্ট্রেনদেনিং রোড় সেফটি অ্যাক্ট অ্যান্ড সিভিল সোসাইটি অ্যাকশন ইন বাংলাদেশ এর প্রকল্পের বিস্তারিত অবহিত করা হয়। একই সাথে প্রকল্পের কর্মপরিকল্পনা, পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ (পিআইজি) সদস্য/সদস্যাদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ওরিয়েন্টেশনে বিভিন্ন বক্তাগন বলেন ২০২১৮ সালে দেশব্যাপী ছাত্রদের নিরাপদ সড়কের আন্দোলনের প্রেক্ষিতে নতুন সড়ক পরিবহন আইন প্রণীত হলেও অদৃশ্য কারণে সেটির বাস্তবায়ন না হয়ে পরবর্তীতে আইনটিকে দুর্বল ও যাত্রীর স্বার্থ সুরক্ষার পরিবর্তে মালিক ও শ্রমিক বান্ধব আইনে পরিণত করা হয়। ফলে সে আইনের কারণে দেশের গণপরিবহণে শৃংখলার পরিবর্তে যানজটে পরিণত হয়েছে। ৫ আগষ্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ছাত্ররা গণপরিবহনে শৃংখলা আনতে কঠোর পরিশ্রম করেন। কিন্তু ছাত্ররা রাজপথ ত্যাগ করার সাথে সাথে সেটি আবারও পুরানো চেহারায় ফিরে যায়। গণপরিবহণে শৃংখলা আনতে হলে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ, যাত্রী ও মালিক শ্রমিকদের একযোগে সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে। আর এ কাজে নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধিদের স্থানীয়ভাবে উদ্যোগ নিতে হবে। না হলে সড়কপথে মৃত্যুর মিছিল থামানো যাবে না।
চট্টগ্রামে নিরাপদ সড়ক নিশ্চিতে গঠিত পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ (পিআইজি) অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক এম নুর মোহাম্মদ চেয়ারম্যান, ওসমান জাহাঙ্গীর, সদস্য রাসেল উদ্দীন, তানিয়া সুলতানা, সিরাতুল মুনতাহা, রাইসুল ইসলাম, ফারজিন হোসাইন, লাবিবা ফাইরুজ, লায়লা ইয়াছমিন প্রমুখ।