বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করেছে আগ্রাবাদ জাতিতাত্ত্বিক জাদুঘর। অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র জহির রায়হান নির্মিত স্টপ জেনোসাইড প্রদর্শিত হয়।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১১ টায় জাতিতাত্ত্বিক জাদুঘরের সেমিনার হলে এই প্রদর্শনী করা হয়।
জাতিতাত্ত্বিক জাদুঘরের সহকারি পরিচালক ড. আহমেদ আবদুল্লাহর সভাপতিত্বে, জাদুঘরের গবেষণা সহকারি আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও লেখক সাহাব উদ্দিন মজুমদার।
প্রধান আলোচক তাঁর আলোচনায় ১৯৭১ সালের ২৫ মার্চ সেই ভয়াল গণহত্যার ইতিহাস তুলে ধরেন।