Home Second Lead গভীররাতে ছিন্নমূলদের পাশে সিটি প্রশাসক

গভীররাতে ছিন্নমূলদের পাশে সিটি প্রশাসক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম:সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন রবিবার গভীর রাতে ছুটে গেলেন নগরীর হযরত গরীব উল্লাহ শাহ ( রাঃ) এর মাজার প্রাঙ্গণে ছিন্নমূল অসহায় মানুষদের পাশে। তাদেরকে তুলে দেন খাবার।

এর আগে তিনি যান নগরীর রেয়াজউদ্দিন বাজারে পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে দেখতে।

বাজারের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন। তাকে দেখে ব্যবসায়ীরা এসে উপস্থিত হন। তারা বাজারের ময়লা-আবর্জনা অপসারণ ব্যবস্থা এবং জলাবদ্ধতার ব্যাপারে প্রশাসককে অবহিত করেন এবং আশা করেন যে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সিটি প্রশাসক তাদেরকে আশ্বাস দেন যে রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীদের সমস্যাগুলো নিরসনে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। ব্যবসায়ীরা তাকে অভিনন্দন জানান এবং অতীতের মত সব সময় তাকে কাছে পাবেন বলে আশা প্রকাশ করেন।