Home Third Lead ‘গরিবের ডাক্তার’ বুলবুল ছুরিকাঘাতে নিহত

‘গরিবের ডাক্তার’ বুলবুল ছুরিকাঘাতে নিহত

বুলবুল। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: শেওড়াপাড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বুলবুল হোসেন নামে এক ডেন্টাল চিকিৎসক নিহত হয়েছেন। তিনি ‘গরিবের ডাক্তার’ হিসেবে রোগীদের কাছে পরিচিত। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের মিরপুর বিভাগের ডিসি আ ফ ম মাহতাবউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ভোরে শেওড়াপাড়া বাসা থেকে নোয়াখালীর উদ্দেশে রওনা দেন ডেন্টাল চিকিৎসক বুলবুল হোসেন। ধারণা করা হচ্ছে, বাসা থেকে বের হলে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন এবং ছুরিকাঘাতে নিহত হন। তার মরদেহ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রাজধানীর মগবাজারে ডেন্টাল চিকিৎসক বুলবুলের ‘রংপুর ডেন্টাল’ নামে একটি চেম্বার রয়েছে। সেখানে নিয়মিত দাঁতের চিকিৎসা সেবা দিতেন তিনি।