বিজনেসটুডে২৪ প্রতিনিধি
পাবনা: ভাঙ্গুড়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বেতুয়ান গ্রামে এই ঘটনা ঘটেছে। ঘটনার সময় চোরদের অস্ত্রের আঘাতে দুজন আহত হয়েছেন। ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সংবাদ লেখা পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ ভাঙ্গুড়া থানা পুলিশ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১টার দিকে উপজেলার শাহনগর গ্রাম থেকে চোরের একটি দল গরুর চুরির চেষ্টা করে। এলাকাবাসী টের পেয়ে তাদেরকে ধাওয়া দিলে তারা বড়াল নদী দিয়ে নৌকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গ্রামবাসী এলাকায় মাইকিং করে চোর পালানোর খবর ছড়িয়ে দেয়।
এলাকাবাসী নদীর বিভিন্ন স্থানে বাধা দিলেও তারা সেগুলো পেরিয়ে উপজেলার বেতুয়ান গ্রাম পর্যন্ত চলে যায়। ওই স্থানের গ্রামবাসী নদীতে প্রায় ১০টি নৌকা দিয়ে ব্যারিকেড দিয়ে তাদের আটকায়। এ সময় চোরেরা দেশীয় অস্ত্র নিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে গ্রামবাসীদের। পরে গ্রামবাসী একত্রিত হয়ে তাদের ধরে গণপিটুনী দিলে ঘটনাস্থলেই পাঁচজনের তিন নিহত হয় এবং অন্য দুজন পালিয়ে যায়।
ভাঙ্গুড়া থানার ওসি নাজমুল হক জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহগুলো পাবনা মর্গে পাঠানো হচ্ছে।