Home সারাদেশ গলায় তার পেঁচিয়ে এনজিওকর্মীকে হত্যা

গলায় তার পেঁচিয়ে এনজিওকর্মীকে হত্যা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

যশোর: বেনাপোলে বাড়ি থেকে ডেকে নিয়ে গলায় তার পেঁচিয়ে নয়ন (২৮) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত নয়ন বেনাপোল স্থলবন্দরের ৩৭নং শেডে এনজিওকর্মী হিসেবে কাজ করতেন। এ ছাড়া তিনি বাজারের মিশন কম্পিউটার ও একটি কসমেটিকস দোকানেও কাজ করতেন বলে জানা গেছে।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আলামত হিসেবে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করেছে।

নয়ন দুর্গাপুর গ্রামের মৃত মিজানের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, আলামত হিসেবে নয়নের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এটি তদন্তসাপেক্ষ বলা যাবে– কে বা কারা এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, হত্যাকারীরা হয়তো আগে নয়নের মুখে কাপড় গুজিয়ে দেয়; যে তিনি চিৎকার করতে না পারেন। এর পর গলায় তারজাতীয় কিছু পেঁচিয়ে তাকে হত্যা করে। যেহেতু গলায় রক্তের দাগ দেখা যাচ্ছে।