অসাম্প্রদায়িকতা ও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত
স্থাপন করেছে গাউসিয়া কমিটির কর্মীরা
গাউছিয়া কমিটি বাংলাদেশ ইউ.এ.ই কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জানে আলম বলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশের কর্মীরা অসাম্প্রদায়িকতা ও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে । তিনি বলেন, করোনার ভয়ে সন্তান যখন পিতাকে হাসপাতালে রেখে পালিয়ে যাচ্ছিল, মাকে বনে ফেলে দিচ্ছিল তখন গাউসিয়া কমিটির সাহসী কর্মিরা করোনায় আক্রান্তদের লাশ দাফনের দায়িত্ব নিয়ে মানবতার চোখ খুলে দিয়েছে। গাউছিয়া কমিটি বাংলাদেশ তরিক্বত ভিত্তিক সংগঠন হওয়া সত্ত্বেও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়িয়ে প্রকৃত অসাম্প্রদায়িকতার পরিচয় দিয়েছে। অসাম্প্রদায়িকতা, মানবতা আর জাতীয় দুর্যোগে নির্ভীক হয়ে দেশের জন্য লড়ে যাওয়ার কারণে গাউসিয়া কমিটি ইতিহাসের অংশ হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
১৯ মে বিকেলে গাউসিয়া কমিটি দুবাই আল আবীর শাখার উদ্যোগে গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক করোনাকালীন ফ্রন্টযুদ্ধা আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ্ সংযুক্ত আরব আমিরাতে আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
দুবাই আল-আবির গাউছিয়া কমিটির আহবায়ক কাজী মোহাম্মদ ওমর গণির সভাপতিত্বে ও মুহাম্মদ হাসান মুরাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ ইউ.এ.ই কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জানে আলম। সংবর্ধিত অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ্।
বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি ইউ.এ.ই কেন্দ্রীয় সহ-সভাপতি মো: হারুন, সহ-অর্থ সম্পাদক আলহাজ্ব তৌহিদুল করিম, যুল-ইয়ামিন ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি হাফেজ মুহাম্মদ হোসাইন।
উপস্থিত ছিলেন আলহাজ্ব মো: ইউসুফ, আলহাজ্ব মো: মুছা সাহেব, মো: মহিউদ্দিন, মাওলানা মোবারক, মাওলানা সেলিম উদ্দীন তৈয়বী, মুহাম্মদ আতাউর রহমান, মুহাম্মদ তৈয়ব শাহ, আলহাজ্ব নুরুল আমিন চৌধুরী (সবুজ), মো: হানিফ সিকদার, সাংবাদিক মুহাম্মদ মনছুর আলম (জিহান), মুহাম্মদ হেলাল উদ্দিন, মাওলানা শাহ আলম, মাওলানা ফারুক, মুহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, মুহাম্মদ নাসির. মুহাম্মদ জামাল, মুহাম্মদ আইয়ুব, মুহাম্মদ জসিম, মুহাম্মদ দেলোয়ার, মুহাম্মদ জহুর, মুহাম্মদ জমির, মুহাম্মদ বাবুল। সংবর্ধেয় অতিথি করোনাকালীন ফ্রন্টযুদ্ধা আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ্কে ফুল দিয়ে বরণ করেন গাউছিয়া কমিটি দুবাই আবির শাখার নেতৃবৃন্দ। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল গফুর নোমানী।-সংবাদ বিজ্ঞপ্তি