বিজনেসটুডে২৪ ডেস্ক
গাজায় আটকে পড়া বেসামরিক নাগরিকদের সমর্থনে জার্মানিতে বিক্ষোভ মিছিল হয়েছে শনিবার। এইদিন প্রত্যাশার চেয়ে বেশি মানুষ মিছিলে যোগ দিলেও পুরো আয়োজনটি মোটামুটি শান্তিপূর্ণ ছিল৷
বিশ্বের আরও অনেক জায়গার মতো, গাজায় আটকে পড়া ফিলিস্তিনিদের সমর্থনে শনিবার জার্মানির রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ৷ গাজায় সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন তারা৷
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে গাজা উপত্যকায় হামাসকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় চার হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন৷
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার এদিন জানান, জার্মানিতে অবস্থানরত প্রতিটি মানুষের তাদের নিজস্ব চিন্তা স্বাধীনভাবে প্রকাশ করার অধিকার রয়েছে৷
যুক্তরাজ্যেও ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হয়েছে৷ শনিবার সেন্ট্রাল লন্ডনে অন্তত এক লক্ষ মানুষ বিক্ষোভ করেন৷ ফিলিস্তিনি পতাকা উঁচিয়ে এবং ‘মুক্ত ফিলিস্তিন’ বলে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা৷ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাতে বিক্ষোভকারীরা দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ১০ ডাউনিং স্ট্রিটের বাড়ির দিকেও এগিয়ে যায়৷