Home আন্তর্জাতিক ইসরাইল ৩০০ মসজিদ ধ্বংস করেছে

ইসরাইল ৩০০ মসজিদ ধ্বংস করেছে

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

বিমান হামলা চালিয়ে গাজার অন্তত ৩০০টি  মসজিদ সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করেছে ইসরাইল। এর ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখন নামাযের জন্য পর্যাপ্ত জায়গা নেই।

খান ইউনুসের ২৫ বছর বয়সী বাসিন্দা খালেদ আবু জেম বলেন, ‘মসজিদসহ শহরের পূর্বাঞ্চল সম্পূর্ণ ধ্বংসের কারণে আমরা আমাদের আশপাশে আর নামাযের আযান শুনতে পাই না।’

তিনি আরও বলেন, ‘এখানকার বাসিন্দারা এখন তাদের মোবাইল ফোনের মাধ্যমে আযান শোনে। আমাদের আগে যে অভিজ্ঞতা ছিল, এ যুদ্ধ তার থেকে ভিন্ন। আমাদের বিশ্বাসের প্রতীক মসজিদকে নির্বিচারে লক্ষ্যবস্তু করা হয়েছে।’

খালেদ আবু জেম বলেন, ‘মসজিদের সুন্দর স্মৃতি আছে আমাদের। আমরা সেখানে প্রতিদিন নামায পড়তাম, রমযান ও ঈদের নামায পড়তাম, কুরআন পড়তাম।’ তিনি উল্লেখ করেন, শৈশব থেকেই মসজিদগুলো তাদের জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছে। নামাযের আযান তাদের সকালের ঘুম থেকে ওঠার কাজ করে। কিন্তু এখন সেই অঞ্চলে কোনও মসজিদ না থাকায় সমস্যা হচ্ছে মুসল্লিদের। বাধ্য হয়েই ঘরে থেকেই নামায আদায় করতে হচ্ছে।