বিজনেসটুডে২৪ প্রতিনিধি
গাজীপুর: মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন সব অসহায় মানুষকে নতুন ঘর উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, তার আওতায় গাজীপুর জেলার ৫টি উপজেলায় দ্বিতীয় পর্যায়ে আশ্রয়ণ-২ প্রকল্প হতে ২০২টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘর দেয়া হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দ্বিতীয় ধাপে ভূমিহীন, গৃহহীন এসব পরিবারকে বিনামূল্যে ওইসব ঘরের চাবি ও জমির নামজারী খতিয়ান হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দ্বিতীয় পর্যায়ে জেলার ৫টি উপজেলার মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৬৫টি, কালিয়াকৈর উপজেলায় ৯০টি, কাপাসিয়া উপজেলায় ১২টি, শ্রীপুর উপজেলায় ১৫টি, কালীগঞ্জ উপজেলায় ২০টি ঘর বরাদ্দ করা হয়েছে। দুই কক্ষের প্রতিটি ঘরের সঙ্গে একটি বারান্দা, রান্নাঘর ও টয়লেট সংযুক্ত রয়েছে। এসব ঘরে বিনামূল্যে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে গাজীপুর জেলার ৫টি উপজেলা সহ দেশের ৪৫৯টি উপজেলা প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তার প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাত থেকে জমির দলিল ও ঘরের চাবি বুঝে নেন এসব পরিবার।
প্রথম পর্যায়ে ৬৫ হাজারের পর দ্বিতীয় পর্যায়ে সারাদেশের আরও ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন-গৃহহীন অসহায় মানুষ বিনামূল্যে পাচ্ছেন একখণ্ড জমির ওপর নির্মিত ‘স্বপ্নের স্থায়ী নীড়, স্বপ্নের নিজস্ব ঠিকানা’।