বিজনেসটুডে২৪ সংবাদদাতা
কুড়িগ্রাম: রাজধানীতে গার্মেন্টস খুলে দেয়ায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে কোন কৌশলে কর্মিরা ফিরে যাওয়ার জন্য মরিয়া। সোমবার ভোররাতে একদল কর্মির কৃষি শ্রমিকবেশে যাওয়ার প্রস্তুতি নস্যাৎ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মেহের আলী পুত্র এরশাদ আলী ওই ইউনিয়নের ২৮ জন গার্মেন্টকর্মীকে কৃষি শ্রমিক সাজিয়ে ঢাকা পাঠানোর জন্য গভীর রাতে বাস টার্মিনালে নিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকারনাইন কবির পুলিশ নিয়ে বাস টার্মিনালে অভিযান চালান। এ সময় কর্নফুলী নাইট কোচ থেকে এরশাদ আলীসহ যাত্রীদের আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এরশাদ আলীর ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
২৮ কর্মিকে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে বলে জানান সহকারি কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকারনাইন কবির।