Home Second Lead গার্হস্থ্য অর্থনীতি কলেজ: শিক্ষক ৩৭, শিক্ষার্থী এক শ’

গার্হস্থ্য অর্থনীতি কলেজ: শিক্ষক ৩৭, শিক্ষার্থী এক শ’

গার্হস্থ্য অর্থনীতি কলেজ গভর্নিং বডির সভায় বক্তব্য রাখছেন সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন

 

  • গার্হস্থ্য অর্থনীতি কলেজ কর্পোরেশনের মাথা বোঝা: সিটি প্রশাসক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: হালিশহরে অবস্থিত গার্হস্থ্য অর্থনীতি কলেজ সিটি কর্পোরেশনের মাথা বোঝার কারণ। এখানে শিক্ষক ৩৭ জন, আর শিক্ষার্থী মাত্র শ’খানেক।

কলেজের গভর্নিং কমিটির সভায় এ কথা বলেছেন সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন। সভায় তিনি সভাপতিত্ব করেন।

আরও বলেন, আড়াই একর ভূমির ওপর স্থাপিত কলেজটি  বিশেষায়িত থাকায় এখানে সহশিক্ষা চালুর প্রধান প্রতিবন্ধক। মোট শিক্ষক ৩৭ জন। তাদের ২৭ জন এমপিও ভূক্ত। কিন্তু শিক্ষার্থীর সংখ্যা ১শ’র মত। এতেই প্রতীয়মান শিক্ষার্থীর সংখ্যার তুলনায় ব্যয় বেশি। তবে সম্ভাবনার উপায়ও আছে। একমাত্র উপায় হচ্ছে সহশিক্ষা চালু করে নতুন নতুন বিভাগ খুলতে পারলে শিক্ষার্থীর সংখ্যা দ্রুত বাড়বে এবং এলাকার মানুষেরও সহায়তায়এই স্কুলটি সক্ষমতায় সচল হবে এবং চসিকের মাথা বোঝার কারণ লাঘব হবে।

এ প্রসঙ্গে বলেন, এই কলেজের বিদ্যমান সমস্যার সমাধান, সহশিক্ষা চালুকরণসহ পুর্ণাঙ্গ কলেজে রূপান্তরে শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরীর সাথে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হবে।

তিনি উল্লেখ করেন, এত বড় জায়গা নিয়ে প্রতিষ্ঠিত কলেজটির পরিচিতিমূলক দৃশ্যমান কোন তোরণ নেই। তাই অচিরেই সাধারণ মানুষের কাছে কলেজটির নাম যাতে দৃশ্যমান হয় সে  জন্য বড়পোলের কোন জায়গায় একটি তোরণ নির্মাণ করে দেয়া হবে। এছাড়া পুরো কলেজ ক্যাম্পাসে সবুজায়নকল্পে বৃক্ষরোণ করা হবে। তিনি আরো বলেন, ইতোমধ্যেই ভূমি অধিদপ্তর থেকে কলেজের মোট ভূমির নামজারী হয়ে গেছে। তাই  অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণ কাজে কোন বাধা থাকবে না।

কলেজ অধ্যক্ষা আ.ন. ম আকতারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন, চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, গভর্নিং বডির সাবেক সভাপতি আলহাজ্ব জালাল আহমদ, সহকারী অধ্যাপক ওসমান গণি, কাজী মোহাম্মদ শাহেদ হাসান, মনোয়ারা বেগম।

সভায় কলেজের দাতা সদস্য ও অভিভাবক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।