Home অন্যান্য গাড়ির ডকুমেন্টস পরীক্ষার নামে চাঁদাবাজি

গাড়ির ডকুমেন্টস পরীক্ষার নামে চাঁদাবাজি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম;গাড়ির ডকুমেন্টস পরীক্ষার নামে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করলো পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।

শনিবার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বাংলাদেশে অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. নাসিরউদ্দিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, টিআই সার্জেন্ট থেকে শুরু করে প্রত্যেক বিভাগের আইন শৃঙ্খলা রক্ষাকারি সংস্থার সদস্যদের সন্তুষ্ট করা ছাড়া গাড়ি চালানো সম্ভব হয় না।  গাড়ি চালানোর একমাত্র উপায় পুলিশের মাসিক টোকেন বাণিজ্যের আওতায় আসা।

সংবাদ সম্মেলনে ১২ দফা দাবি পেশ করা হয়। এগুলোর মধ্যে রয়েছে-দ্রুততম সময়ে স্মার্ট কার্ড পাওয়ার ব্যবস্থা করা, ৮ম শ্রেণি পাশের শর্ত স্থগিত রেখে দক্ষতাকে যোগ্যতা ধরে লাইসেন্স প্রদান, ১৫ দিনের মধ্যে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট প্রদান, এনআইডি’র পরিবর্তে জন্ম নিবন্ধন সনদে ড্রাইভিং লাইসেন্স প্রদান, রুট পারমিট ছাড়া এক রুটের গাড়ি অন্য ‍রুটে চালানো বন্ধ করা, শ্রমিকদের নিয়োগ পত্র দিতে মালিকদের বাধ্য করা, মহাসড়কে ত্রি-হুইলারের জন্য পৃথক লেইন ও ডিভাইডার, টেকনাফ কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী গাড়িতে মাদক তল্লাশি আধুনিক বৈজ্ঞানিক পদ্বতিতে করা ইত্যাদি।