Home জাতীয় গাড়ি পোড়ানো ‘সরকারি এজেন্টদের স্যাবোটাজ’: ফখরুল

গাড়ি পোড়ানো ‘সরকারি এজেন্টদের স্যাবোটাজ’: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীতে বাস পোড়ানোর ঘটনাকে ভালো আন্দোলন বাধাগ্রস্ত করতে ‘সরকারি এজেন্টদের স্যাবোটাজ’ বলে দাবি করেছেন।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এই দাবি করে বলেন,  ‘দেশে গণতন্ত্র না থাকলে দুষ্কৃতকারীরা এমন নাশকতা চালায়। সরকারের কিছু এজেন্ট থাকে যারা স্যাবোটাজ করে ভালো আন্দোলন বাধাগ্রস্ত করতে গাড়ি পুড়িয়ে নাশকতার সৃষ্টি করে। এমন নাশকতার তীব্র নিন্দা জানাই।’

এ সময় তিনি বলেন, ‘প্রথমে এক-এগারোর সরকারের লক্ষ্য ছিল মাইনাস টু। পরবর্তীতে তারা মাইনাস ওয়ান বাস্তবায়ন করেন। আর তাদের এ কাজে সক্রিয় ভূমিকা রাখেন আওয়ামী লীগ নেতারা। সে সময় শেখ হাসিনা বলেছিলেন, তিনি ক্ষমতায় এলে এক-এগারোর সরকারের সকল কাজের বৈধতা দেবেন। সে জন্যই ক্ষমতায় এসেই তিনি বিএনপিকে নির্মূল করতে থাকেন।’

খালেদা জিয়া ও তারেক রহমানের ‘মতের অমিলের’ বিষয়ে তিনি বলেন, ‘বিএনপিতে কোনো দ্বন্দ্ব নেই। প্রতি শনিবার আমাদের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে সকল বিষয়ে সিদ্ধান্ত হয়। বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে।’

বিএনপি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে অন্তরায়- আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘এ দেশের গণতন্ত্রের প্রধান অন্তরায় আওয়ামী লীগ। বাকশাল গঠন করে তারাই এ দেশের গণতন্ত্রের কবর দিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া মানসিকভাবে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। আমাদের রাজনীতিতে তার প্রভাব রয়েছে। তিনি রাজনীতি থেকে যাননি, যাবেন না। তার অস্তিত্ব গভীরভাবে দেশের জনগণের মাঝে আছে।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির সদস্য মঈনুল আহসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আজাদ। এতে মির্জা ফখরুলের জীবনী পাঠ করেন সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী।