Home Second Lead গাড়ি বিক্রি বেড়েছে মারুতি-সুজুকির

গাড়ি বিক্রি বেড়েছে মারুতি-সুজুকির

দিল্লি: ভারতের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মারুতি-সুজুকির গাড়ি বিক্রি বেড়েছে।

নয়াদিল্লিতে কোম্পানির সদর দফতর থেকে  বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়েছে, দ্বিতীয় ত্রৈমাসিকে বিক্রি হয়েছে ৩ লক্ষ ৯৩ হাজার ১৩০ টি গাড়ি। গতবছর দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় বিক্রি বেড়েছে ১৬.২ শতাংশ। দেশের অভ্যন্তরে বিক্রি হয়েছে ৩ লক্ষ ৭০ হাজার ৬১৯ টি গাড়ি।

তবে, বিদেশে মারুতি-সুজুকির গাড়ি বিক্রি কমেছে। দ্বিতীয় ত্রৈমাসিকে রপ্তানি হয়েছে ২২ হাজার ৫১১ টি গাড়ি।

এর আগে মারুতি সুজুকি জানিয়েছিল, গত আগস্ট মাসে গাড়ি বিক্রি হয়েছে মোট ১ লক্ষ ১৬ হাজার ৭০৪ টি। ২০১৯ সালের অগাস্টে ওই সংস্থার গাড়ি বিক্রি হয়েছিল ৯৪ হাজার ৭২৮ টি। আগস্টে মিনি এবং কমপ্যাক্ট সাব সেগমেন্টের গাড়িই বেশি বিক্রি করেছে মারুতি-সুজুকি। ইউটিলিটি ভেহিকলও ভাল বিক্রি হয়েছে। ইউটিলিটি ভেহিকলের মধ্যে আছে ২০২০ ভিতারা ব্রেজ্জা, নতুন লঞ্চ করা গাড়ি ২০২০ এস-ক্রস, এরতিগা এবং এক্সএলসিক্স। অগাস্টে ইউটিলিটি গাড়ির বিক্রি বেড়েছে ১৩.৫ শতাংশ।

মারুতি-সুজুকি ৭৯২০ টি গাড়ি রপ্তানি করেছে। ওই সংস্থার রপ্তানি কমেছে ১৫.৩ শতাংশ। দেশীয় বাজারে বিক্রি এবং বিদেশে রপ্তানি, দু’ইয়ে মিলে মারুতি-সুজুকির বিক্রি গত বছরের অগাস্টের তুলনায় বেড়েছে ১৭.১ শতাংশ।

কোভিড ১৯ অতিমহামারীর ফলে অন্যান্য গাড়ি নির্মাতা সংস্থার মতো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে মারুতি-সুজুকিও। কিন্তু আগস্টের বিক্রির পরিমাণ দেখেই পর্যবেক্ষকদের ধারণা হয়, ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে গাড়ির বাজার।

-বিজনেসটুডে২৪ ডেস্ক