বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: দাম বেড়েছে গুঁড়োদুধের। আমদানি পর্যায়ে ডলারের দাম বেড়ে যাওয়ার অজুহাত তুলে বাড়িয়ে দেয়া হয়েছে দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজিতে দাম বেড়েছে ৬০ টাকা পরর্যন্ত।
গুঁড়ো দুধের দাম বৃদ্ধি নিয়ে ভোক্তাদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। কাওরানবাজারে বাজার করতে আসা এক গৃহিণী বলেন,‘বাচ্চাদের পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের জন্য গুঁড়ো দুধের প্রয়োজন পড়ে। কিন্তু গুঁড়ো দুধের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের আর্থিক টানাপোড়েনের মধ্যে থাকতে হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ.এইচ.এম. সফিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, দেশের বাজারে নতুন করে যে সব পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে আগামী সপ্তাহ থেকে এর কারণ জানার চেষ্টায় আমাদের অভিযান শুরু হবে।
দেশে প্রতিদিন মাথাপিছু দুধের চাহিদা ২৫০ মিলিলিটার হলেও প্রাপ্যতা ১৯৪ মিলিলিটার। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, দেশে বছরে ১৫৪ লাখ টন দুধের চাহিদার বিপরীতে উৎপাদন ১২০ লাখ টন। বাকি ৩৪ লাখ টন আমদানি করতে হয়।