Home সারাদেশ গুইমারায় বিধ্বংসী আগুন

গুইমারায় বিধ্বংসী আগুন

পুড়ে ছারখার আবু তাহেরের বসতঘর।

সংবাদদাতা, গুইমারা থেকে: গুইমারা মুসলিম পাড়া এলাকার জমাদার পাড়ায় আগুনে পুড়ে ছাই হয়েছে আবু তাহের নামে এক ব্যক্তির ২টি বসত ঘর।

পরিবারের লোকজন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। পেছনের বাড়িতে বসবাসরত বড়ছেলের স্ত্রী তা টের পেয়ে চিৎকার করলে সবাই এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। তবে আবু তাহের ওই সময় বাড়িতে ছিলেন না।
খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিক গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ পৌঁছে মাটিরাংগা ও রামগড় ফায়ার স্টোশনের ২টি ইউনিটকে খবর দেন। খবর পেয়ে মাটিরাংগা ও রামগড় ফায়ার স্টোশনের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনের কাজ করেন। টানা ২ ঘন্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রনে আসে ।

আগুনে পুড়ে যাওয়া ২টি ঘরে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় পাচঁ লাখ টাকা বলে অনুমান করা হয়েছে।

গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, ইউপি সদস্য দিদারুল আলম, সেনাবাহিনী, পুলিশসহ স্থানীয়রা একযোগে আগুন নিয়ন্ত্রনের সার্বিক চেষ্টা করেন।