Home রকমারি সংবাদ রান্নাঘর খুঁড়তেই মিলল গুপ্তধন

রান্নাঘর খুঁড়তেই মিলল গুপ্তধন

বিজনেসটুডে২৪ ডেস্ক

ঠিক যেন সিনেমা! মেঝে খুঁড়তেই ঝলমল করে উঠেছিল সোনার কয়েনগুলো। হতভম্ব হয়ে গিয়েছিলেন স্বামী-স্ত্রী। তারপরেই চকচক করে উঠেছিল তাঁদের চোখ। অস্ফুটে হয়ত কয়েকটি শব্দ বেরিয়েছিল তাঁদের মুখ থেকে, ‘মাটির নীচে গুপ্তধন!’
এই ঘটনা লন্ডনের। ইয়র্কশায়ারের একটি বাড়িতে বেশ কয়েক বছর ধরে বসবাস করছেন ওই দম্পতি। বহু পুরনো বাড়ি। ঝরঝরে হয়ে পড়ছিল ক্রমশ। বাড়িটি সারানোর দরকার ছিল। ছাদ, মেঝে মেরামতির জন্য মিস্ত্রি ডেকেছিলেন তাঁরা। রান্নাঘরের মেঝে খোঁড়াখুঁড়ি করতে গিয়েই স্বর্ণমুদ্রার খোঁজ মেলে।


তবে যেমন তেমন সোনার কয়েন নয়। ৪০০ বছরের পুরনো সেইসব স্বর্ণমুদ্রার দাম এখন আকাশছোঁয়া। মোট ২৬৪টি সোনার কয়েন খুঁজে পাওয়া গেছে মাটির নীচ থেকে। সেগুলির মোট হবে কম করেও ২.৩ কোটি টাকা।


গুপ্তধনের খবর মুখে মুখে ছড়িয়ে পড়েছে গোটা ইয়র্কশায়ারে। প্রত্নতাত্ত্বিকেরা ভিড় করেছেন দম্পতির বাড়িতে। তাঁরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, জেমস ১ ও চার্লস ১ সাম্রাজ্যের সময়ে এইসব স্বর্ণমুদ্রার চল ছিল। প্রায় ৪০০ বছরের পুরনো এইসব মুদ্রার দাম বাজারে কোটি কোটি টাকা। শুধু দামে নয়, প্রাচীনত্বের ভারেও সেগুলো অমূল্য। ইতিমধ্যেই সোনার মুদ্রাগুলি নিলাম সুরক্ষিত জায়গায় সরানো হয়েছে। নিলামের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। ওই দম্পতি জানিয়েছেন, গুপ্তধন ঝুলিতে এল না তো কী হয়েছে, এমন ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে পেরে তাঁরা গর্বিত।