বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বৈদেশিক ডাকে গৃহস্থালী সামগ্রীর চালানে ইতালির রোম থেকে এল পিস্তল ও কার্তুজ।
কাস্টমস হাউস সূত্রে জানা যায়, ডকুমেন্ট অনুসারে চালানটি বাংলাদেশি প্রবাসী রাজীব বড়ুয়া পাঠিয়েছেন। আগ্রাবাদ সিজিএস কলোনির জনৈক কামরুল হাসানের নামে চালানটি এসেছে।
কাস্টমসের উপ কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রেজভী জানান, তাদের কাছে গোপন সূত্রের খবর ছিল চালানটি সম্পর্কে। রবিবার দুপুরে চালানটির কায়িক পরীক্ষায় দুটি এইটএমএম পিস্তল ও ৬০ কার্তুজ বুলেট উদ্ধার করা হয় । একই চালানে আরও দুটি এইটএমএম সদৃশ খেলনা পিস্তল উদ্ধার করা হয়। চালানে বিশেষভাবে লুকানো ছিল এসব অস্ত্র। চালানটি ছিল গৃহস্থালী পণ্যের। চালানটিতে ড্রিল মেশিন, কাচের গ্লাস, সাবান, চকোলেটসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য ছিল।
কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ জব্দ করা হয়েছে। পুলিশের কাছে হস্তান্তর করার পাশাপাশি প্রাপক ও প্রেরকের বিরুদ্ধে বন্দর থানায় ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে।